প্রশ্ন
আমার ৪ তলা বিশিষ্ট দুটি বাড়ি রয়েছে। আমি চাচ্ছি, একটি বাড়ি মাদ্রাসার জন্য ওয়াকফ করব। তবে আমার মৃত্যুর আগ পর্যন্ত দ্বিতীয় তলা আমি ব্যবহার করবো। জানতে চাই, মৃত্যুর পূর্বপর্যন্ত বাড়ির কিছু অংশ ব্যবহারের শর্ত দিয়ে ওয়াকফ করলে কি ওয়াকফ শুদ্ধ হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হ্যাঁ, প্রশ্নোক্ত পন্থায় ওয়াকফ করলে ওয়াকফ শুদ্ধ হবে। হাদিস শরিফে এসেছে-
زيد بن ثابت رضي الله عنه كان قد حبس داره التي في البقيع وداره التي عند المسجد وكتب في كتاب حبسه على ما حبس عمر بن الخطاب رضي الله عنه قال مالك وحبس زيد بن ثابت عندي قال وكان زيد بن ثابت رضي الله عنه يسكن منزلا في داره التي حبس عند المسجد حتى مات فيه وقد كان عبد الله بن عمر رضي الله عنه فعل ذلك حبس داره وكان يسكن مسكنا فيها
‘যায়দ ইবনে সাবিত (রা.) এবং ইবনে উমর (রা.) নিজেদের বাড়ি ওয়াকফ করে তার কিছু অংশের মধ্যে বসবাস করতেন।’ [সুনানে কুবরা বাইহাকী ৬/১৬১]
ফাতাওয়ায়ে তাতারখানিয়া ৮/৩৯, ফাতহুল কাদীর ৬/২২৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/6653/article-details.html