প্রশ্ন
আমাদের পাশের বাসায় এক হিন্দু পরিবার থাকে। মাঝে মাঝে আমরা তাদের বাসায় খাবার পাঠাই। তারাও আমাদের বাসায় খাবার পাঠায়। জানতে চাই, তাদের হাতে রান্না করা খাবার খাওয়া জায়েজ আছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হিন্দুদের জবাইকৃত প্রাণীর গোশত খাওয়া জায়েয নয়। কারণ তারা জবাইয়ের সময় আল্লাহর নাম নেয় না। যদি নেয়ও এরপরও তা ধর্তব্য হয়না।
عن ابن طاووس عن أبيه قال : لا تؤكل ذبيحة المجوسي وإن ذكر اسم الله عليها
তাউস (রহ.) বলেন: ‘অগ্নিপূজারীর জবাইকৃত প্রাণী খাওয়া যাবে না, যদিও সে তাতে আল্লাহর নাম নেয়।’ [মুসান্নাফে আব্দুর রাজ্জাক ১০১৯২]
এছাড়া তাদের অন্যান্য খাবার হালাল এবং পাক হলে খাওয়া বৈধ।
ইলাউস সুনান ১৭/৯৪, মুহিতুল বুরহানি ৬/১০৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/6649/article-details.html