প্রশ্ন
আমাদের কলেজে ছেলে-মেয়ে এক সাথে পড়ালেখা করে। আমি অনেক সময় মেয়েদেরকে সালাম দেই। এতে কি কোন সমস্যা আছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সালাম ইসলামের গুরুত্বপূর্ণ শিআর বা প্রতীক হলেও গায়রে মাহরাম যুবতী নারীকে সালাম দেওয়া-নেওয়ার মাঝে যেহেতু ফিতনার আশঙ্কা আছে তাই তাদেরকে সালাম দেওয়া উচিৎ নয়।
যুরযুর (রহ.) বলেন:
‘আমি আতা (রহ.)কে নারীদেরকে সালাম দেওয়া সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন: যুবতী হলে সালাম দিবে না।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ২৬৩০০]
রদ্দুল মুহতার ২/৩৭৩, আননাহরুল ফায়েক ১/২৭১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/6639/article-details.html