প্রশ্ন
বাজার থেকে গরুর গোশত কিনে নিয়ে আসার সময় কাপড়ে রক্ত লেগে যায়। অতঃপর ভুলে সেই কাপড় নিয়েই নামাজ পড়ে ফেলি। জানতে চাই, আমার নামাজ কি আদায় হয়েছে না পুনরায় পড়তে হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আপনার নামাজ আদায় হয়ে গেছে। কারণ গোশতের সাথে লেগে থাকা রক্ত নাপাক নয়।
قتادة في قوله أو دما مسفوحا قال حرم من الدم ما كان مسفوحا وأما اللحم يخالطه الدم فلا بأس به
‘কাতাদাহ (রহ.) বলেন: প্রবাহিত রক্ত হারাম। কিন্তু গোশতের সাথে লেগে থাকা রক্তে কোন সমস্যা নেই।’ [আহকামুল কুরআন, জাসসাস ১/১২৩]
বাদায়েউস সানায়ে ১/১৯৬, আল বাহরুর রায়েক ১/৩৯৮, ফাতাওয়ায়ে হিন্দিয়া ১/১০১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/6625/article-details.html