প্রশ্ন
গোসল ফরজ থাকাবস্থায় কি আজানের উত্তর দিতে পারবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হ্যাঁ, গোসল ফরজ থাকাবস্থায় আজানের উত্তর দিতে পারবে।
عن ابن عباس : أنه كان يقرأ ورده وهو جنب
‘ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, তিনি গোসল ফরজ থাকাবস্থায় তার ওজীফা আদায় করতেন।’ [আল আওসাত ইবনে মুনযার ২/২২১]
তবে সম্ভব হলে আযানের পূর্বে গোসল বা কমপক্ষে অযু করে নেয়া উত্তম।
প্রকাশ থাকে যে, জানাবাতের গোসল বিনা কারণে বিলম্ব করা ঠিক নয়। যত দ্রুত সম্ভব পবিত্র হয়ে যাওয়া কাম্য।
ফাতাওয়ায়ে হিন্দিয়া ১/৯৩, আদ্দুররুল মুখতার ১/৪৮৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/6615/article-details.html