প্রশ্ন
ঈদের খুতবায় কয়বার তাকবীর বলতে হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ঈদের প্রথম খুতবার শুরুতে নয় বার, দ্বিতীয় খুতবার শুরুতে সাত বার এবং শেষে চৌদ্দবার তাকবীর বলা মুস্তাহাব।
عن عبيد الله بن عبد الله بن عتبة قال السنة في التكبير يوم الاضحى والفطر على المنبر قبل الخطبة أن يبتدئ الامام قبل أن يخطب وهو قائم على المنبر بتسع تكبيرات تترى لا يفصل بينها بكلام ثم يخطب ثم يجلس جلسة ثم يقوم في الخطبة الثانية فيفتتحها بسبع تكبيرات تترى لا يفصل بينها بكلام ثم يخطب
উবায়দুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে উতবাহ (রহ.) বলেন: ‘ঈদুল আযহা ও ঈদুল ফিতরের দিন তাকবীরের সুন্নত পদ্ধতি হল খুতবার পূর্বে ইমাম মিম্বরে দাঁড়িয়ে নয় বার তাকবীর দিবে। এগুলোর মাঝখানে অন্য কোন কথা বলবে না। অতঃপর খুতবা দিবে। অতঃপর বসবে। অতঃপর দ্বিতীয় খুতবা দিবে এবং শুরুতে সাতটি তাকবীর বলবে। এগুলোর মাঝখানে অন্য কোন কথা বলবে না। অতঃপর খুতবা দিবে।’ [কিতাবুল উম্ম, শাফিয়ী ১/২৩৮]
আল বাহরুর রায়েক ২/২৮৩, আদ্দুররুল মুখতার ৩/৫৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/6601/article-details.html