প্রশ্ন
আমি এক মসজিদের ইমাম। এলাকায় বিভিন্ন সময় বিবাহ পড়াতে হয়। বিবাহ পড়ানোর পর আমি ৫০০ টাকা করে নিই। জানতে চাই, বিবাহ পড়িয়ে টাকা নেওয়া জায়েজ আছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হ্যাঁ, বিবাহ পড়িয়ে টাকা নেওয়া বৈধ। কারণ এটি একটি ইজারা চুক্তি। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে-
إِنِّي أُرِيدُ أَنْ أُنْكِحَكَ إِحْدَى ابْنَتَيَّ هَاتَيْنِ عَلَى أَنْ تَأْجُرَنِي ثَمَانِيَ حِجَجٍ
শুআইব (আ.) মুসা (আ.)কে বলছেন: ‘আমি আমার এই দুই মেয়ের একজনকে আপনার সাথে বিবাহ দিতে চাচ্ছি। শর্ত হল, আপনি আট বছর আমার শ্রমিক হিসেবে কাজ করবেন।’ [সূরা কাসাস, আয়াত: ২৭]
তবে এক্ষেত্রে আগেই পারিশ্রমিক নির্ধারণ করে নিবে। যাতে পরবর্তীতে একে কেন্দ্র করে ঝগড়াঝাঁটি বা মনঃক্ষুণ্ণতা সৃষ্টি না হয়।
উল্লেখ্য, এক্ষেত্রে উচিত হলো বরপক্ষ ইমাম সাহেব বা কাজী সাহেবের সাথে চুক্তি করবে এবং তারাই পারিশ্রমিক পরিশোধ করবে। আর যদি কনেপক্ষ চুক্তি করে তাহলে তারাই পারিশ্রমিক পরিশোধ করবে। বর পক্ষের ওপর চাপ প্রয়োগ করতে পারবে না। তবে এক্ষেত্রেও বরপক্ষ স্বেচ্ছায় পরিশোধ করতে চাইলে তা করতে পারবে।
খুলাসাতুল ফাতাওয়া ৪/৪৮, ফাতাওয়া হিন্দিয়া ৩/৩৪৫, ফাতাওয়ায়ে তাতারখানিয়া ১১/১১৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/6597/article-details.html