প্রশ্ন
কোন ওয়াকফকৃত কবরস্থানের ঘাস কেটে বিক্রি করা যাবে কি? এবং বিক্রিলব্ধ টাকা ব্যবহার করা যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কবরস্থানের কাঁচা ঘাস জঙ্গলে পরিণত না হলে কাটা উচিৎ নয়। কারণ কাঁচা ঘাসগুলো আল্লাহ তাআলার তাসবীহ আদায় করে। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন-
وَإِنْ مِنْ شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِنْ لَا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ
‘এমন কিছু নেই যা তার সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করে না। কিন্তু তাদের পবিত্রতা, মহিমা ঘোষণা তোমরা অনুধাবন করতে পার না।’ [সূরা বনী ইসরাঈল, আয়াত: ৪৪]
তবে কেউ যদি কাঁচা ঘাস বা শুকনো ঘাস কেটেই ফেলে এবং বিক্রি করে তাহলে বিক্রিলব্ধ টাকা ওয়াকফের কাজেই ব্যবহার করতে হবে। ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবে না।
ফাতওয়া আলমগীরী ১/১৬৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/6489/article-details.html