প্রশ্ন
কোন কোন বক্তা তাদের ওয়াজে বলে থাকেন যে, রাসূল (সা.) এর জন্মের সময় ঘরে আলো না থাকায় আকাশের চাঁদ নিচে নেমে এসে রাসূল (সা.)-এর মা আমেনার ঘর আলোকিত করে দিয়েছিল। এ ঘটনাটি কি বিশুদ্ধ?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, এ ঘটনার কোন নির্ভরযোগ্য প্রমাণ আমরা খুঁজে পাইনি। তবে হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন:
‘আমি সেই স্বপ্নের বাস্তব রূপ যা আমার মাতা দেখেছিলেন যে, তার থেকে একটি নূর বের হয়, যার আলোয় সিরিয়ার প্রাসাদসমূহ আলোকিত হয়ে যায়।’ [মুসনাদে আহমাদ ৪/২৭]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/6472/article-details.html