প্রশ্ন
শুনেছি, ঈদের রাতের অনেক ফযিলত রয়েছে। তাই আমি এ ঈদের রাতের ফযিলত কুরআন-হাদিস থেকে জানতে চাচ্ছি।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
পুরা রমজান মাস ফযিলতের মাস। তদ্রূপ রমজান শেষ হয়ে যখন শাওয়াল মাস শুরু হয় অর্থাৎ ঈদের রাত সে রাতটিও অনেক ফযিলতের। হাদিস শরিফে এসেছে-
عن أبي أمامة عن النبي صلى الله عليه و سلم قال من قام ليلتي العيدين محتسبا لله لم يمت قلبه يوم تموت القلوب
আবু উমামা (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) বলেন: যে ব্যক্তি দুই ঈদের রাতে সাওয়াবের নিয়তে ইবাদত করবে তার হৃদয় সে দিনও জীবিত থাকবে যে দিন সকল হৃদয়ের মৃত্যু ঘটবে। সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১৭৮২]
ইমাম শাফেয়ি (রহ.) বলেন-
وبلغنا أنه كان يقال: إن الدعاء يستجاب في خمس ليال في ليلة الجمعة وليلة الاضحى وليلة الفطر وأول ليلة من رجب وليلة النصف من شعبان
‘আমার কাছে এই সংবাদ পৌঁছেছে যে, পাঁচ রাত্রিতে দোয়া কবুল হয়। জুমার রাত, ঈদুল আযহার রাত, ঈদুল ফিতরের রাত, রজব মাসের প্রথম রাত এবং শাবান মাসের পনেরতম রজনী।’ [মুসনাদুশ শাফেয়ি ১/২৬৪]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/6450/article-details.html