প্রশ্ন
শুনেছি, হাদিস শরিফে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তার কানে আযান-ইকামাত দেওয়ার কথা রয়েছে। কিন্তু আমার জন্মের পর এমন কিছু করা হয়নি। এখন কি আমার কানে আযান-ইকামাত দেওয়া যাবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সন্তান ভূমিষ্ঠ হলে তার ডান কানে আযান এবং বাম কানে ইকামাত দেওয়া সুন্নত। হাদিস শরিফে এসেছে-
عن عبيد الله بن أبي رافع عن ابيه قال رأيت رسول الله صلى الله عليه و سلم أذن في أذن الحسن بن علي حين ولدته فاطمة بالصلاة
‘আবু রাফি (রা.) বলেন: ফাতিমা (রা.) যখন হাসান ইবনে আলীকে জন্ম দিলেন তখন রাসূল (সা.)কে আমি তার কানে আযান দিতে দেখেছি।’ [সুনানে তিরমিযি, হাদিস: ১৫১৪]
আরেক হাদিসে এসেছে, রাসূল (সা.) বলেন-
من ولد له ولد فأذن في أذنه اليمنى وأقام في أذنه اليسرى لم تضره أم الصبيان
‘সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তার ডান কানে আযান দেওয়া হলে এবং বাম কানে ইকামাত দেওয়া হলে দুষ্ট জ্বিনেরা তার ক্ষতি করতে পারবে না।’ [মুসনাদে আবী ইয়ালা, হাদিস: ৬৭৮০, এর সূত্র যয়ীফ।]
তবে এ বিধান হল ভূমিষ্ঠ হওয়ার পর। কারও যদি সে সময় এর উপর আমল করা না হয় তাহলে এখন আর তা করার প্রয়োজন নেই।
তুহফাতুল মাওদুদ ৩৯-৪০, রদ্দুল মুহতার ১/৩৮৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/6438/article-details.html