প্রশ্ন
বর্তমানে তো ঢাকা শহরে ঈদগাহের ব্যবস্থা না থাকায় প্রায় মসজিদে ঈদের নামাজ আদায় করা হয়। শরিয়তের দৃষ্টিতে এতে কোন সমস্যা হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ঈদের নামাজ ঈদগাহে বা খোলা মাঠে আদায় করা সুন্নত। হাদিস শরিফে এসেছে-
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْرُجُ يَوْمَ الْفِطْرِ وَالْأَضْحَى إِلَى الْمُصَلَّى
‘আবু সাঈদ খুদরী (রা.) বলেন: রাসূল (সা.) ঈদুল ফিতর এবং ঈদুল আযহার দিন ঈদগাহের উদ্দেশ্যে বের হয়ে যেতেন।’ [সহিহ বুখারি, হাদিস: ৯৫৬]
তবে যেহেতু ঢাকা শহরে সব জায়গায় ঈদগাহের ব্যবস্থা নেই সেহেতু মসজিদে নামাজ পড়তে সমস্যা নেই।
কিন্তু যেখানে ঈদগাহ বা খোলা মাঠের ব্যবস্থা আছে সেখানে বিনা ওজরে মসজিদে নামাজ পড়া মাকরুহ।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/6422/article-details.html