প্রশ্ন
ঈদের নামাজ কি ঈদগাহে পড়া ভালো না মসজিদে? কোথায় পড়া সুন্নত?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ঈদের নামাজের ক্ষেত্রে যদি সম্ভব হয় তাহলে ঈদগাহে গিয়ে নামাজ আদায় করাই সুন্নত। হাদিস শরিফে এসেছে-
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْرُجُ يَوْمَ الْفِطْرِ وَالْأَضْحَى إِلَى الْمُصَلَّى
‘আবু সাঈদ খুদরী (রা.) বলেন: রাসূল (সা.) ঈদুল ফিতর এবং ঈদুল আযহার দিন ঈদগাহের উদ্দেশ্যে বের হয়ে যেতেন।’ [সহিহ বুখারি, হাদিস: ৯৫৬]
তবে ওজর থাকলে ইদগাহে না পড়ে অন্য কোথাও পড়া যাবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/6419/article-details.html