প্রশ্ন
ঈদের দিন ঈদের নামাজের পর অনেক ফকীররা টাকা দেওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকে। আমি আমার সাদকায়ে ফিতর থেকে ২০/৩০ টাকা করে তাদেরকে দিয়ে থাকি। এতে কি আমার সাদকায়ে ফিতর আদায় হয়?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হাদিস শরিফে এসেছে-
عن عمرو بن شعيب عن أبيه عن جده ان النبي صلى الله عليه وسلم بعث مناديا في فجاج مكة: ألا إن صدقة الفطر واجبة على كل مسلم ذكر أو أنثى حر أو عبد صغير أو كبير مدان من قمح أو سواه صاع من طعام
‘আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) একজন ঘোষক প্রেরণ করলেন, সে যেন মক্কার অলিগলিতে এ কথা ঘোষণা করে: জেনে রাখ! প্রত্যেক মুসলিম নর-নারীর, গোলাম-স্বাধীন, ছোট-বড় প্রত্যেকের উপর সাদকায়ে ফিতর অপরিহার্য। দুই মুদ (আধা সা) গম কিংবা এক সা অন্য খাদ্যবস্তু।’ [সুনানে তিরমিযি, হাদিস: ৬৬৯]
সাদকায়ে ফিতরের ক্ষেত্রে উত্তম হল এক জনের সাদকায়ে ফিতর একজনকে দেওয়া। তবে যদি একজনের সাদকায়ে ফিতর কয়েকজনকে দেওয়া হয় তাহলে তাও আদায় হয়ে যায়।
সুতরাং আপনি যদি দরিদ্রদেরকে ২০/৩০ টাকা সাদকায়ে ফিতর হিসেবে আদায় করেন তাহলে তা আদায় হয়ে যাবে।
রদ্দুল মুহতার ২/৩৬৭, বাদায়েউস সানায়ে ২/২০৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/6385/article-details.html