প্রশ্ন
সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যে আযান দেওয়া হয় তা কি নারীরা দিতে পারবে? না এ ক্ষেত্রেও পুরুষদেরই আযান দিতে হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তার কানে আযান দেওয়া সুন্নাত। হাদিস শরিফে এসেছে-
عن عبيد الله بن أبي رافع عن ابيه قال رأيت رسول الله صلى الله عليه و سلم أذن في أذن الحسن بن علي حين ولدته فاطمة بالصلاة
‘আবু রাফি (রা.) বলেন: ফাতিমা (রা.) যখন হাসান ইবনে আলীকে জন্ম দিলেন তখন রাসূল (সা.)কে আমি তার কানে আযান দিতে দেখেছি।’ [সুনানে তিরমিযি, হাদিস: ১৫১৪]
এই আযান পুরুষ মহিলা উভয়ে দিতে পারবে। এ ক্ষেত্রে পুরুষ হওয়া জরুরি নয়।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/6373/article-details.html