প্রশ্ন
জনৈকা মহিলার ইতেকাফ অবস্থায় স্রাব শুরু হয়ে গেছে। এখন তিনি কী করবেন? ইতেকাফ চালিয়ে যাবেন না ভঙ্গ করবেন?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইতেকাফ অবস্থায় স্রাব শুরু হয়ে গেলে ইতেকাফ ভেঙ্গে যাবে। কারণ সুন্নত ইতেকাফের জন্য রোজা রাখা শর্ত।
আলী (রা.) বলেন-
عَنْ عَلِيٍّ ، قَالَ : لاَ اعْتِكَافَ إِلاَّ بِصَوْمٍ
‘রোজা ছাড়া ইতেকাফ হবে না।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ৯৭১২]
আর হায়েযা নারী রোজা রাখতে পারে না। তাই তার ইতেকাফও সহিহ হবে না।
উল্লেখ্য, নারীদের ঋতৃস্রাবের বিষয়টি খেয়াল করেই ইতেকাফে বসা উচিৎ।
ফাতাওয়া হিন্দিয়া ১/২১১, আদ্দুররুল মুখতার ২/৪৫০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/6365/article-details.html