প্রশ্ন
আমার এক বন্ধু বলল, খতীব সাহেব যে দুই খুতবার মাঝখানে বসেন এটি হাদিস দ্বারা প্রমাণিত নয়। তাই আমি এ বিষয়ক হাদিস জানতে চাচ্ছি।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
দুই খুতবার মাঝখানে বসার বিষয়টি অবশ্যই হাদিস দ্বারা প্রমাণিত। যুগ যুগ ধরে এর উপর আমল হয়ে আসছে। হাদিস শরিফে এসেছে,
عَنِ ابْنِ عُمَرَ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- يَخْطُبُ يَوْمَ الْجُمُعَةِ قَائِمًا ثُمَّ يَجْلِسُ ثُمَّ يَقُومُ. قَالَ كَمَا يَفْعَلُونَ الْيَوْمَ
‘আবদুল্লাহ ইবনে উমর (রা.) বলেন: রাসূল (সা.) প্রথম খুতবা দাঁড়িয়ে দিতেন। এরপর বসতেন। এরপর আবার দাঁড়াতেন এবং দ্বিতীয় খুতবা দিতেন, যেভাবে আজ খুতবা দেওয়া হয়।’ [সহিহ মুসলিম, হাদিস:২০৩১ৎ
রাসূল (সা.) এর পুরো জীবনের আমল এমনই ছিল। তারপর থেকে যুগ যুগ ধরে এমন আমলই প্রচলিত হয়ে আসছে। সুতরাং এটি হাদিস দ্বারা প্রমাণিত নয় বলা মূর্খতা ছাড়া আর কিছু নয়।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/6314/article-details.html