প্রশ্ন
অনেক জায়গায় দেখা যায়, চোরাই মাল বিক্রি করে। আমার প্রশ্ন হল, এ মালগুলো ক্রয় করা যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যদি নিশ্চিতভাবে জানা যায়, মালগুলো চুরিকৃত মাল তাহলে তার থেকে ক্রয় করা জায়েয হবে না। কারণ চুরিকৃত মাল হওয়ার কারণে চোরের জন্য এটির মালিকানা সাব্যস্ত হয়নি। এ মাল বিক্রির ব্যাপারেও মূল মালিকের সন্তুষ্টি পাওয়া যায়নি। আর হাদিস শরিফে রয়েছে, রাসূল (সা.) বলেন-
لَا يَحِلُّ مَالُ امْرِئٍ إِلَّا بِطِيبِ نَفْسٍ مِنْهُ
‘কারও সন্তুষ্টি ছাড়া তার মাল গ্রহণ করা বৈধ নয়।’ [মুসনাদে আহমাদ, হাদিস: ২০৬৯৫]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/6308/article-details.html