প্রশ্ন
আমি এক ব্যক্তির কাছে শুনলাম, আল্লাহ তাআলা নাকি গুপ্ত ভাণ্ডার ছিলেন। পরবর্তীতে পরিচিত হওয়ার জন্য জগতকে সৃষ্টি করেছেন! এমন কথা কি কুরআন-হাদিসে আছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কারও কারও মাঝে উপরোক্ত কথাটি হাদিস হিসেবে প্রসিদ্ধ রয়েছে। বাস্তবে এমন কোন কথা কুরআন-হাদিসে নেই।
আল্লামা আলূসী (রহ.) বলেন:
قال ابن تيمية : إنه ليس من كلام النبي صلى الله عليه وسلم ولا يعرف له سند صحيح ولا ضعيف
ইবনে তায়মিয়া (রহ.) বলেছেন: এটি রাসূল (সা.) এর হাদিস নয়। সহিহ কিংবা যয়িফ কোন ধরনেরই সূত্র এর নেই। রুহুল মাআনী ২৭/২১-২২
হাফেয ইবনে হাজার (রহ.) যারকাশী (রহ.) সুয়ূতী (রহ.) প্রমুখ মুহাদ্দিসও এই মত পোষণ করেছেন। তাই এ ধরনের কথাবার্তা বলা থেকে বেঁচে থাকা জরুরি।
আলমাকাসিদুল হাসানাহ ৩৮৬, আলমাসনূ ১৪১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/6296/article-details.html