প্রশ্ন
আমাদের মসজিদের ইমাম সাহেব বাড়িতে গেছেন। এখন এখানে খুতবা দেওয়ার কেউ নেই। আমি জানিতে চাচ্ছি, খুতবা ছাড়া কি জুমা হয় না?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জুমার নামাজ সহিহ হওয়ার অন্যতম শর্ত হল খুতবা দেওয়া। খুতবা না দিলে জুমা সহিহ হয় না।
ইবনে শিহাব জুহরি (রহ.) বলেন: ‘আমরা জেনেছি যে, খুতবা ছাড়া জুমা হয় না। খুতবা না দেওয়া হলে জোহরের চার রাকাত পড়তে হবে।’ [সুনানে বায়হাকি ৩/১৯৬]
তাই আপনাদের কর্তব্য হল যদি আপনাদের মধ্যে খুতবা দেওয়ার মত কেউ না থাকে তাহলে পাশের অন্য কোন মসজিদে গিয়ে জুমা আদায় করা।
ফাতহুল কাদীর ২/২৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/6290/article-details.html