প্রশ্ন
আমি গত ছয় বছর ধরে যাকাত দেইনি। কোন বছর কত টাকা ছিল তাও পুরোপুরি মনে নেই। এখন এই টাকাগুলোর যাকাত কীভাবে আদায় করব?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যাকাত ফরজ হয়ে গেলে তা নিয়ে আর কোনভাবেই শিথিলতা করা উচিৎ নয়। কারণ, কার মৃত্যু কখন আসবে কেউ বলতে পারে না। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন-
وَأَنْفِقُوا مِنْ مَا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُنْ مِنَ الصَّالِحِينَ
‘আমি তোমাদেরকে যে রিযক দিয়েছি তোমরা তা থেকে ব্যয় করবে তোমাদের কারো মৃত্যু আসার পূর্বে। অন্যথায় মৃত্যু এল সে বলবে হে আমার প্রতিপালক! আমাকে আরও কিছু কালের অবকাশ কেন দিলে না! তাহলে আমি সদাকা করতাম এবং সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত হতাম।’ [সূরা মুনাফিকূন : ১০]
তাই সময়মতো যাকাত আদায় না করায় তাওবা ইস্তেগফার করবেন এবং ভবিষ্যতে এ ব্যাপারে সতর্ক থাকবেন। আর বিগত বছরগুলোর সম্পদের আনুমানিক গড়-স্থিতি বের করে তার ২.৫% পার্সেন্ট যাকাত আদায় করবেন। সতর্কতা হিসেবে কিছু বেশি আদায় করে দেওয়া ভালো।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/6281/article-details.html