প্রশ্ন
আমার বড় বোন বললেন: প্রতি মাসের ১৩,১৪ ও ১৫ তারিখ রোজা রাখলে পুরা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়। এটি কি সঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আইয়ামে বীজের রোজা যদিও নফল তবুও এই রোজার অনেক গুরুত্ব রয়েছে। আপনার বোন যা বলেছেন তা ঠিক বলেছেন। প্রতি মাসের আইয়ামে বীজের রোজ রোখলে পূর্ণ বছরের সওয়াব পাওয়া যায়। হাদিস শরিফে এসেছে-
عن أبي ذر قال قال رسول الله صلى الله عليه و سلم من صام من كل شهر ثلاثة أيام فذلك صيام الدهر
আবু যার (রা.) বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন: ‘যে প্রতি মাসের তিন দিন রোজা রাখল সে যেন পূর্ণ বছর রোজা রাখল।’ [সুনানে তিরমিযি, হাদিস: ৭৬১]
তাই এ রোজা রাখার প্রতি গুরুত্ব দেওয়া উচিৎ।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/6271/article-details.html