প্রশ্ন
আমার বাবা চাকরির সুবাধে চট্টগ্রাম থাকেন। যেখানে আমার আম্মাও থাকেন। যে কোন সময় চাকরির স্থান পরিবর্তন হলে তারাও এখান থেকে সরে যাবেন। আমি যদি ভার্সিটির ছুটির সময় ঢাকা থেকে তাদের কাছে যাই তাহলে কি সেখানে নামাজ সংক্ষিপ্ত করব? আমাদের গ্রামের বাড়ি হল নেত্রকোনা।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যেহেতু চট্টগ্রাম আপনার জন্মস্থান নয় এবং মূল আবসস্থলও নয় এবং সেখানে চিরস্থায়ীভাবে বসবাস করার ইচ্ছাও আপনাদের নেই সেহেতু আপনি যখন ১৫ দিনের কম সময়ের জন্য সেখানে ছুটি কাটাতে যাবেন তখন সেখানে মুসাফির হিসেবে গণ্য হবেন। আর আল্লাহ তাআলা বলেন-
وَإِذَا ضَرَبْتُمْ فِي الْأَرْضِ فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَقْصُرُوا مِنَ الصَّلَاةِ
‘যখন তোমরা যমীনে সফর করবে তখন নামাজ সংক্ষিপ্ত করতে তোমার কোন সমস্যা নেই।’ [সূরা নিসা, আয়াত: ১০১]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/6251/article-details.html