প্রশ্ন
আমার ইমপোর্ট ব্যবসা রয়েছে। অনেক সময় পণ্য জাহাজে থাকতেই বিক্রি করে দিই। আমি পণ্য দেখিও না। আমার এই ব্যবসা কি জায়েয হয়?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
পণ্য হস্তগত হওয়ার পূর্বে তা অন্যের কাছে বিক্রি করা বৈধ নয়। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
عن ابن عباس رضي الله عنهما أن رسول الله صلى الله عليه و سلم نهى عن بيع الطعام قبل أن يقبض
‘ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) করায়ত্ত করার পূর্বে কারও কাছে খাদ্য বিক্রি করতে নিষেধ করেছেন।’ [আলমুজামুল কাবীর, তাবারানী ১০৮৭৫]
তাই আপনার জন্য পণ্য করায়ত্ত করার পূর্বে অন্যের কাছে বিক্রি করা জায়েয হবে না।
অবশ্য যদি আপনি নিজে করায়ত্ত করে নেন কিংবা আপনার কোন প্রতিনিধি তা করায়ত্ত করে নেয় তাহলে করায়ত্ত করার পর তা বিক্রি করতে পারবেন।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/6237/article-details.html