প্রশ্ন
আমরা জানি, মুসলমানদের প্রধান দুটি ধর্মীয় উৎসব হল ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। আমি জানতে চাচ্ছি, এ ঈদ দুটি কবে থেকে পালিত হয়?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ঈদের সূচনা কীভাবে হল তা সুস্পষ্টভাবে হাদিস শরিফেই উল্লেখ রয়েছে। হাদিস শরিফে এসেছে,
عن أنس قال كان لأهل الجاهلية يومان من كل سنة يلعبون فيهما فلما قدم النبي صلى الله عليه و سلم المدينة قال كان لكم يومان تعلبون فيهما وقد أبدلكم الله بهما خيرا منهما يوم الفطر ويوم النحر
‘আনাস ইবনে মালিক (রা.) বলেন, জাহিলীযুগে বছরে দুটি দিবস ছিল যেখানে তারা খেল-তামাশা করত। নবী (সা.) যখন মদীনায় এলেন, তিনি বললেন: তোমাদের দুটি দিবস ছিল, যাতে তোমরা খেলতে। আল্লাহ তাআলা ওই দুটি পরিবর্তন করে তোমাদের জন্য উত্তম দিবস দিয়েছেন: ঈদুল ফিতর দিবস ও ঈদুল আযহা দিবস।’ [সুনানে নাসায়ি, হাদিস: ১৭৫৫]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/6221/article-details.html