প্রশ্ন
এক ব্যক্তি যাকাতের হকদার মনে করে আমাকে কিছু টাকা দিয়েছে। কিন্তু আমি যদ্দুর জানি, আমি যাকাতের হকদার নই। এখন আমার করণীয় কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যাকাতের নির্ধারিত খাত রয়েছে। আল্লাহ তাআলা বলেন-
إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاءِ وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي سَبِيلِ اللَّهِ وَابْنِ السَّبِيلِ فَرِيضَةً مِنَ اللَّهِ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ
‘সাদাকা হল কেবল ফকীর, মিসকীন, যাকাত আদায়কারী ও যাদের চিত্ত আকর্ষণ করা প্রয়োজন তাদের হক। এবং তা দাস মুক্তির জন্য, ঋণগ্রস্তদের জন্য, আল্লাহ রাস্তায় মুজাহিদদের জন্য এবং মুসাফিরদে জন্য। এ হল আল্লাহর নির্ধারিত বিধান। আল্লাহ সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়।’ [সূরা তাওবাহ, আয়াত: ৬০]
আপনি যদি উল্লিখিত কোন খাতের অন্তর্ভুক্ত না হন তাহলে আপনার কর্তব্য হল যাকাতদাতাকে তা ফিরিয়ে দেওয়া।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/6208/article-details.html