প্রশ্ন
কোন নারী যদি রোজার দিনে হায়েয থেকে পবিত্র হয়ে যায় তাহলে সে কী করবে? সে কি স্বাভাবিকভাবে খাবার-দাবার করতে পারবে না খাবার-দাবার বন্ধ রাখবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কোন মহিলা যদি রোজার দিনে হায়েয থেকে পবিত্র হয়ে যায় তাহলে এ ক্ষেত্রে তার জন্য দিনের বাকি অংশ রোজার সম্মানার্থে খানা-পিনা থেকে বিরত থাকা ওয়াজিব।
হাসান (রা.) বলেন: ‘সুবহে সাদিকের পর যে হায়েয থেকে পবিত্র হয়েছে সে দিনের বাকি অংশে পানাহার করবে না।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা ৬/২২১]
ফাতাওয়া তাতারখানিয়া ৩/৪২৮; আলবাহরুর রায়েক ২/২৯১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/6174/article-details.html