প্রশ্ন
আমার বাবা অতিবৃদ্ধ। তিনি রোজা রাখতে অপারগ। আমি জানতে চাচ্ছি, তার রোজার ফিদয়াগুলো কি রমজানের শুরুতে এক সাথে দেওয়া যাবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
অতিশয় বৃদ্ধ ব্যক্তি যদি রোজা রাখতে অপারগ হয় তাহলে তিনি ফিদয়া আদায় করবেন। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন-
وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ
‘যারা রোজা রাখতে সক্ষম নয় তারা এক মিসকীনের খাদ্য ফিদয়া দিবে।’ [সূরা বাকারা, আয়াত: ১৮৪]
সাঈদ ইবনুল মুসায়্যিব (রহ.) বলেন: এ‘ই আয়াত অতিশয় বৃদ্ধের ক্ষেত্রে অবতীর্ণ হয়েছে।’ [মুসান্নাফে আবদুর রাযযাক, হাদিস: ৭৫৮৫]
এই ফিদয়া রমজানের শুরুতে পুরো মাসের একসাথে দিলেও কোন সমস্যা হবে না।
আলমুহীতুল বুরহানী ৩/৩৬৯; আদ্দুররুল মুখতার ২/৪২৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/6155/article-details.html