প্রশ্ন
আমার বাবা কয়েক দিন পূর্বে রোজা রাখা অবস্থায় ইফতারের আধা ঘণ্টা পূর্বে অজ্ঞান হয়ে পড়েন। উপস্থিত কেউ বলল: তার রোজা ভেঙ্গে গেছে। আবার কেউ বলল: রোজা ভাঙ্গেনি। এ ক্ষেত্রে আসলে সঠিক মাসআলা কোনটি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সুস্থ অবস্থায় রোজা শুরু করার পর যদি কেউ বেহুঁশ হয়ে যায় তাহলে সঠিক মাসআলা হল, এর কারণে রোজা ভঙ্গ হবে না।
বিশিষ্ট তাবেয়ি নাফে (রহ.) বলেন: ‘আবদুল্লাহ ইবনে উমর (রা.) একবার নফল রোজা অবস্থায় বেহুঁশ হয়ে যান। কিন্তু এ কারণে রোজা ভঙ্গ করেননি।’ [সুনানে কুবরা, বায়হাকি ৪/২৩৫]
মাবসূত, সারাখসী ৩/৮৮; আলমুহীতুল বুরহানী ৩/৩৬৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/6105/article-details.html