প্রশ্ন
একবার রোজা অবস্থায় আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল। দুই বার বমিও করি। কিন্তু তারপরও আমি রোজা ভাঙ্গিনি। পরবর্তীতে শুনলাম, রোজা অবস্থায় বমি করলে নাকি রোজা নষ্ট হয়ে যায়। আমি জানতে চাচ্ছি, তাহলে কি আমার রোজা নষ্ট হয়ে গেছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
অনিচ্ছাকৃত বমি হলে রোজার কোন ক্ষতি হয় না। যেহেতু আপনার অনিচ্ছাকৃত বমি হয়েছে তাই আপনার সেই রোজাটি সঠিকভাবেই পালিত হয়েছে। এর জন্য কাযা করা লাগবে না।
হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন:
عن أبي هريرة أن النبي صلى الله عليه و سلم قال من ذرعه القيء فليس عليه قضاء ومن استقاء عمدا فليقض
‘যার অনিচ্ছাকৃত বমি হয় তার কাযা করা লাগবে না। আর যে ইচ্ছাকৃত বমি করবে তার কাযা করা লাগবে।’ [সুনানে তিরমিযি, হাদিস: ৭২০]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/6101/article-details.html