প্রশ্ন
ফেসবুকে যদি মেয়েদের নামে নকল আইডি খুলে ইসলাম প্রচার করি তাহলে তা বৈধ হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইসলাম প্রচার করা সকল মুসলমানের দায়িত্ব। কিন্তু এই দায়িত্ব পালন করতে হবে বৈধ পন্থায়। অপর দিকে ফেসবুকে নকল আইডি খোলা মিথ্যা ও প্রতারণার শামিল- যা শরিয়তের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম।
কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
فَاجْتَنِبُوا الرِّجْسَ مِنَ الْأَوْثَانِ وَاجْتَنِبُوا قَوْلَ الزُّورِ
‘তোমরা মূর্তি পূজার নোংরামী থেকে বাঁচো এবং মিথ্যা কথা থেকে বাঁচো।’ [সূরা হজ, আয়াত: ৩০]
হাদিস শরিফে এসেছে,
من غشنا فليس منا
‘যে ধোঁকা দেয় সে আমাদের দলভুক্ত নয়।’ [সহিহ মুসলিম, হাদিস: ১০১]
তাই ফেসবুকে নকল আইডি খুলে ইসলাম প্রচার করা শরিয়তের দৃষ্টিতে বৈধ নয়।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/6049/article-details.html