প্রশ্ন
সরকারি ট্যাক্স কমানোর জন্য আমি জাল কাগজ তৈরি করতে পারব কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জাল কাগজ তৈরি করা শরিয়তের দৃষ্টিতে অবৈধ। কারণ এতে ধোঁকা ও মিথ্যার আশ্রয় নেওয়া হয়। যা শরিয়তের দৃষ্টিতে হারাম।
কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
فَاجْتَنِبُواْ الرِّجْسَ مِنَ الأَوْثَانِ وَاجْتَنِبُواْ قَوْلَ الزُّورِ
‘তোমরা মূর্তিপূজার নোংরামী থেকে বাঁচ, এবং মিথ্যা কথা থেকে বাঁচ।’ [সূরা হজ্জ্ব, আয়াত: ৩০]
হাদিস শরিফে এসেছে রাসূল (সা.) বলেছেন,
مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا
‘যে আমাদের সাথে ধোঁকাবাজী করে, সে আমার উম্মতভুক্ত নয়।’ [সহিহ মুসলিম, হাদিস: ২৯৪]
তাই ট্যাক্স কমানোর উদ্দেশ্যে জাল কাগজ তৈরি করা আপনার জন্য বৈধ হবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/6018/article-details.html