প্রশ্ন
আমি একটি প্রাইভেট ফার্মে চাকরি করি। এখানের নিয়ম হল, টাখনুর নিচে প্যান্ট পরতে হবে। অন্যথায় আর্থিক শাস্তি ভোগ করতে হয়। এমনকি চাকরি চলে যাওয়ারও আশংকা আছে। এক্ষেত্রে আমার করণীয় কী? আমি কি টাখনুর নিচে প্যান্ট পরতে পারব? নাকি চাকরি ছেড়ে দিব?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
পুরুষের জন্য টাখনুর নিচে কাপড় পরা হারাম। সর্বদা টাখনুর উপর কাপড় পরতে হবে।
হাদিস শরিফে এসেছে রাসূল (সা.) বলেছেন,
ما أسفل من الكعبين من الإزار ففي النار
‘লুঙ্গির যতটুকু টাখনুর নিচে যাবে ততটুকু জাহান্নামে যাবে।’ [সহিহ বুখারি, হাদিস: ৫৪৫০]
এক্ষেত্রে আপনার সর্বপ্রথম করণীয় হল, সবর করা। কেননা আল্লাহ তাআলা কুরআন মাজিদে ইরশাদ করেছেন,
وَاصْبِرُوا إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ
‘তোমরা ধৈর্য্য ধর, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।’ [সূরা আনফাল, আয়াত: ৪৬]
পাশাপাশি তাদেরকে ইসলামের শিক্ষা সম্পর্কে বুঝানোর চেষ্টা করতে থাকুন। যদি কাজ না হয় তাহলে আল্লাহর উপর ভরসা করে চাকরি ছেড়ে দিন। কারণ আল্লাহ তাআলা উত্তম রিযিকদাতা। তিনি এর চেয়েও উত্তম চাকরির ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ।
কুরআন মাজিদে এসেছে,
‘আর যে কেউ আল্লাহর তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তার জন্য উত্তরণের বা বাঁচার পথ করে দেবেন এবং তিনি তাকে তার ধারণাতীত উৎস হতে দান করবেন রিযিক। আর যে ব্যক্তি আল্লাহর ওপর তাওয়াক্কুল করে তার জন্য আল্লাহই যথেষ্ট । আল্লাহ তাঁর ইচ্ছে পূরণ করবেনই, অবশ্যই আল্লাহ সবকিছুর জন্য স্থির করেছেন সুনির্দিষ্ট মাত্রা।’ [সূরাত্বালাক, আয়াত: ২-৩]
তবে আপনার আর্থিক অবস্থা যদি খুবই অসচ্ছল হয় যে, এ চাকরি ছাড়া আপনার চলার উপায় নেই তাহলে নতুন চাকরি পাওয়া পর্যন্ত এটিই করতে থাকুন। এবং ভালো করে নতুন চাকরি খুঁজতে থাকুন। পাশাপাশি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে থাকুন। আল্লাহ আপনার সকল পেরেশানী দূর করে দিন।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/5976/article-details.html