প্রশ্ন
আমি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অনেক রূপার মেডেল পেয়েছি। আমার প্রশ্ন হল, এর উপর কি যাকাত আসবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যাবতীয় রূপার অলঙ্কারের উপর যাকাত আসে, যদি তা দুইশত দিরহাম পরিমাণ হয়।
হাদিস শরিফে এসেছে,
عن ابن مسعود قال: سألته امرأة عن حلي، لها فيه زكاة؟ قال: إذا بلغ مائتي درهم فزكيه
‘ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, এক মহিলা তাকে অলঙ্কার সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, যদি তা দুইশত দিরহাম পরিমাণ হয়, তাহলে তার যাকাত দিবে।’ [মুসান্নাফে আব্দুর রাযযাক, হাদিস: ৭০৫৫]
বাংলাদেশি হিসেব মতে দুইশত দিরহাম সাড়ে ৫২ তোলা রূপার সমপরিমাণ। তাই আপনার রূপার মেডেলের রূপার ওজন যদি সাড়ে ৫২ তোলা বা তার বেশি হয় কিংবা টাকা-পয়সার সাথে মিলে তার মূল্য সাড়ে ৫২ তোলা রূপার সমপরিমাণ হয় এবং এক বছর স্থায়ী হয় তাহলে তার ২.৫% যাকাত আদায় করতে হবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/5956/article-details.html