প্রশ্ন
গতবছর আমাদের এলাকার এক ব্যক্তি মারা যাওয়ার পর তার পরিবারের লোকেরা তার মাথার চুল কেটে পরিপাটি করে দেয়। এখন আমি জানতে চাচ্ছি, তাদের এ কাজটি কি ঠিক হয়েছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কেউ মারা গেলে তার চুল, দাড়ি, নখ ইত্যাদি কাটা জায়েয নেই। বরং এগুলোসহই দাফন করে দিবে।
হাদিস শরিফে এসেছে,
عن ابن سيرين قال: لا يؤخذ من شعر الميت، ولا من أظفاره
‘ইবনে সিরীন (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, মৃত ব্যক্তির চুল ও নখ কাটা যাবে না।’ [মুসান্নাফে আবদুর রাযযাক, হাদিস: ৬২২৮]
তবে চুল যদি বেশি বিশ্রি দেখা যায় তাহলে তা কেটে দেওয়া যাবে।
হাদিস শরিফে এসেছে,
‘হাসান বসরী (রহ.) বলেন, চুল যদি বেশি বড় হয়ে গিয়ে থাকে, তাহলে তা কেটে দেওয়া যাবে।’ [মুসান্নাফে আবদুর রাযযাক, হাদিস: ৬২২৮]
সুতরাং স্বাভাবিক অবস্থায় এগুলো কাটা যাবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/5952/article-details.html