প্রশ্ন
আমি জানতে চাচ্ছি, ব্যাংক গ্যারান্টি মানির যাকাত দিতে হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ব্যাংক গ্যারান্টি মানি একাউন্ড হোল্ডারের মালিকানাধীন থাকে। তার মালিকানা থেকে তা বের হয়ে যায় না। এ জন্য প্রযোজ্য ক্ষেত্রে একাউন্ড হোল্ডার এর সুদ/লাভও পায়। তাই নিশ্চিতভাবে বলা যায়, একাউন্ড হোল্ডারই এই টাকার মালিক।
যেহেতু এ টাকা একাউন্ড হোল্ডারেরই মালিকানাধীন সেহেতু এ টাকা যাকাতযোগ্য সম্পদ হিসেবে বিবেচিত হবে এবং নেসাব পরিমাণ হলে তার যাকাত আদায় করতে হবে।
ইবনে উমর (রা.) বলেন-
عَنِ ابْنِ عُمَرَ ، قَالَ :فَمَا كَانَ مِنْ دَيْنٍ ثِقَةٍ فَزَكُّوه
‘যদি মজবুত ঋণ হয় অর্থাৎ ঋণ ফেরত পাওয়ার আশা করা যায় তাহলে যাকাত আদায় করবে।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১০৩৫১]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/5934/article-details.html