প্রশ্ন
অনেক সময় কুরআন মাজিদে ভুলক্রমে পা লাগলে আমরা চুমু খাই। শরিয়তে এতে কোন সমস্যা আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কুরআন মাজিদের সম্মান রক্ষা করা সকলের দায়িত্ব। এটি আল্লাহর নিদর্শন। আর আল্লাহ তাআলা বলেন-
وَمَنْ يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوبِ
‘যে আল্লাহর নিদর্শনকে সম্মান করবে তা তো অন্তরের তাকওয়া থেকেই করবে।’ [সূরা হজ্ব, আয়াত: ৩২]
সুতরাং কেউ যদি ভুল করে কুরআনে পা লাগার পর চুমু খায় তাহলে এতে কোন সমস্যা হবে না।
অবশ্য একে সওয়াবের বিষয় মনে করা যাবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/5918/article-details.html