প্রশ্ন
কখনো এমন হয় যে, নির্দিষ্ট স্থানে যাওয়ার পূর্বে বাস নষ্ট হয়ে যায়। এমতাবস্থায় কি আমি তার থেকে কিছু ভাড়া ফেরত নিতে পারব?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যদি গাড়ি এমন স্থানে গিয়ে নষ্ট হয়, যেখান থেকে গন্তব্যস্থল তেমন দূরে নয় এবং এতটুকু দূরত্বে সাধারণত ভাড়ার কম-বেশ হয় না তাহলে তখন ভাড়া ফেরত নিতে পারবেন না।
আর যদি এতটুকু দূরত্বে গাড়ি নষ্ট হয় যতটুকু দূরত্বের কারণে ভাড়ায় কম-বেশি হয় তাহলে সেই অনুযায়ী ভাড়া ফেরত নিতে পারবেন।
হাকাম (রহ.) বলেন:
فِي الرَّجُلِ يُؤَاجِرُ دَارِهِ عَشْرَ سِنِينَ ، فَيَمُوتُ قَبْلَ ذَلِكَ : تُنْتَقَضُ الإِجَارَةُ
‘এক লোক দশ বছরের জন্য ঘর ভাড়া দিয়েছে অতঃপর সময় শেষ হওয়ার পূর্বেই মৃত্যবরণ করেছে। তাহলে ইজারা বাতিল হয়ে যাবে।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ২৩৫৬৩]
ফাতাওয়া হিন্দিয়া ৪/৪২১, রদ্দুল মুহতার ৬/৬১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/5908/article-details.html