প্রশ্ন
আমি গোসল করার সময় আমার কানে পানি ঢুকে যায়। এখন কি আমার রোজা ভেঙ্গে গেছে? আমার কি কাযা-কাফফারা করতে হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কানের ভেতরে পানি গেলেও যেহেতু তা সাধারণত খাদ্যনালীতে পৌঁছে না সেহেতু রোজা অবস্থায় কানের ভেতরে পানি গেলে রোজা ভঙ্গ হবে না।
তাই এ নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। আর যেহেতু রোজাই ভাঙ্গেনি সেহেতু কাযা-কাফফারার প্রশ্নই আসবে না।
ফিকহুন নাওয়াযিল ২/২৯৭, যাবিতুল মুফাততিরাত, পৃ. ৫৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/5880/article-details.html