প্রশ্ন
আমি আগে রোজা রাখার সময় নিয়ত করতাম। কিন্তু ইদানীং শুনতে পাচ্ছি, নিয়ত করা বেদআত। তাই এখন আর নিয়ত করি না। এ ব্যাপারে আসলে সঠিক কথা কোনটি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
রোজা সহিহ হওয়ার জন্য নিয়ত করা জরুরি। নিয়ত না করলে সেদিন শুধু উপবাস হিসেবে গণ্য হবে। রোজা হবে না।
হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
إِنَّمَا الْأَعْمَالُ بِالنِّيَّاتِ
‘সকল আমল নিয়তের উপর নির্ভরশীল।’ [সহিহ বুখারি, হাদিস: ১]
তবে নিয়ত অর্থা সংকল্প করা। আর এ বিষয়টি অন্তরের সাথে সম্পৃক্ত। মুখে উচ্চারণ করা জরুরি নয়। যদি আপনি অন্তরেও নিয়ত না করে থাকেন তাহলে আপনার রোজা হবে না। আর যদি অন্তরে নিয়ত করে থাকেন কিন্তু মুখে উচ্চারণ না করেন তাহলে কোন সমস্যা নেই।
অবশ্য মুখে উচ্চারণ করলেও সেটাকে বেদআত বলা যায় না। বরং অনেকের জন্য সেটাই উত্তম।
বাদায়েউস সানায়ে ২/২২৬, আলবাহরুর রায়েক ২/২৫৯-২৬০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/5846/article-details.html