প্রশ্ন
আমি ইফতারের দোয়াটি জানতে চাচ্ছি। দয়া করে আমাকে জানাবেন কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইফতারের সময় নিম্নোক্ত দোয়া পড়ার কথা হাদিস শরিফে এসেছে।
اللهم لك صمت ، وعلى رزقك أفطرت
عن معاذ بن زهرة ، أنه بلغه أن النبي صلى الله عليه وسلم كان إذا أفطر قال : ” اللهم لك صمت ، وعلى رزقك أفطرت
মুআয ইবনু যাহরাহ (রা.) বলেন: নাবি কারিম (সা.) ইফতারের সময় বলতেন:
اللهم لك صمت ، وعلى رزقك أفطرت
‘হে আল্লাহ! আমি আপনার জন্যই রোজা রেখেছি এবং আপনার রিজিক দ্বারাই ইফতার করছি।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ২৩৫৮]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/5824/article-details.html