প্রশ্ন
আমাদের সমাজে প্রচলিত আছে যে, মৃত ব্যক্তিকে কবরে রেখে শুধু তার মুখ কেবলামুখী করে দেওয়া হয়। প্রশ্ন হলো, এটি কি সঠিক পদ্ধতি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কবরে শোয়ানোর সুন্নত পদ্ধতি হলো, মৃত ব্যক্তিকে কবরে ডান কাত করে শুইয়ে তার সিনা ও চেহারা কেবলার দিকে করে রাখা। সমাজে যা প্রচলিত, তা সুন্নত পদ্ধতি নয়।
হাদিস শরিফে এসেছে,
عن إبراهيم قال: «استقبل بالميت القبلة». قال سفيان: يعني على يمينه كما يوضع في اللحد
‘প্রসিদ্ধ তাবেয়ী ইবরাহীম নাখায়ী (রহ.) বলেন, মৃতব্যক্তিকে কিবলামুখী করে রাখো। সুফিয়ান (রহ.) বলেন, অর্থাৎ ডান কাতে রাখো, যেমনিভাবে লাহদ কবরে রাখা হয়।’ [মুসান্নাফে আবদুর রাযযাক, হাদিস: ৬০৬০]
এক্ষেত্রে কবর খননের সময় বিষয়টি লক্ষ্য রাখা উচিৎ। প্রয়োজন পড়লে মৃত ব্যক্তিকে পূর্ব দেয়ালের সাথে টেক দিয়ে ডান কাত করে রাখবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/5798/article-details.html