প্রশ্ন
যুলকারনাইন কি নবি ছিলেন? তিনি কি সমগ্র পৃথিবীর বাদশাহ ছিলেন? এ সম্পর্কে বিভিন্ন কথা প্রচলিত রয়েছে। সঠিক তথ্য জানতে চাই।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যুলকারনাইন নবি ছিলেন কি না এ ব্যাপারে উলামায়ে কেরামের মাঝে মতভেদ রয়েছে। তবে অগ্রগণ্য মত হল তিনি নবি ছিলেন না। বরং একজন সৎ ও নেককার বাদশাহ ছিলেন।
আর হাফেয ইবনু কাসীর (রহ.) মুজাহিদ (রহ.)-এর সূত্রে উল্লেখ করেন, তিনি সমগ্র পৃথিবীর বাদশাহ ছিলেন।
বিশিষ্ট তাবেয়ি মুজাহিদ (রহ.) বলেন-
وملك الدنيا مشارقها ومغاربها أربعة: مؤمنان وكافران فالمؤمنان: سليمان بن داود وذو القرنين. والكافران: نمرود وبختنصر
পুরো পৃথিবীর রাজত্ব করেছেন চার জন। এর মধ্যে এক জন হলেন যুলকারনাইন। [তাফসীরে ইবনে কাসীর ১/৩১৪]
আলবিদায়া ওয়ান নিহায়া ২/৯৫, ফাতহুল বারী ৬/৪৪২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/5787/article-details.html