প্রশ্ন
হাত-পায়ের নখ কাটার পর কোথায় ফেলবে? শুনেছি, এগুলোর আদব রক্ষা করতে হয়। মাসআলাটি আপনাদের কাছে জানতে চাই।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হাত-পায়ের নখ, চুল কাটার পর নিয়ম হল সেগুলো মাটিতে দাফন করে দিবে। হাদিস শরিফে এসেছে-
عن عبد الجبار بن وائل عن أبيه عن النبي صلى الله عليه و سلم كان يأمر بدفن الشعر والأظفار
‘ওয়াইল ইবনে হুজর (রা.) বলেন: রাসূল (সা.) আমাদেরকে চুল এবং নখ দাফন করে ফেলতে বলতেন।’ [শুআবুল ঈমান, হাদিস: ৬৪৮৭-৮৮]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/5785/article-details.html