প্রশ্ন
এখনকার বড় বড় প্রায় সব হোটেরই অলিখিত নিয়ম হল খাবার দাবার শেষ করার পর হোটেল বয়দেরকে কিছু বখশিশ দেওয়া হয়। জানতে চাই, এ বখশিশ কি ঘুষ?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সাধারণত হোটেল বয়দেরেকে টাকা দেওয়া-না দেওয়ার কারণে তাদের সার্ভিসে কম-বেশ হয় না। তাই এটি সুদ হবে না।
হ্যাঁ, যদি কোথাও এ বখশিশের কারণে কোনো হোটেল বয় সার্ভিসে বেশ-কম করে তাহলে তা ঘুষের অন্তর্ভুক্ত হবে।
আর ঘুষ যে হারাম এবং তা থেকে বেঁচে থাকতে হবে তা তো সকলেরই জানা আছে।
বাদায়েউস সানায়ে ৩/৪৩০, আলবাহরুল মুহীত ৪/৫৩৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/5781/article-details.html