প্রশ্ন
অনেকেই বলেন: নিমদাড়ি কাটা যাবে। এ ব্যাপারে শরিয়ত কী বলে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
নিমদাড়ি কাটার ব্যাপারে কিছুটা মতানৈক্য থাকলেও তা না কাটার মাঝেই সতর্কতা রয়েছে। রাসূল (সা.) নিজেও নিমদাড়ি রাখতেন। হাদিস শরিফে এসেছে-
أَبو جُحَيْفَةَ السُّوَائِيِّ قَالَ رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرَأَيْتُ بَيَاضًا مِنْ تَحْتِ شَفَتِهِ السُّفْلَى الْعَنْفَقَةَ
আবু জুহায়ফা (রা.) বলেন: ‘আমি রাসূল (সা.) –এর নিচের ঠোঁটের নিচে শুভ্র নিমদাড়ি দেখেছি।’ [সহিহ বুখারি, হাদিস: ৩৫৩৪]
তাই নিমদাড়ি কাটা উচিৎ নয়।
ফাতহুল বারী ৬/৬৫৯-৬৬১, রদ্দুল মুহতার ৬/৪০৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/5767/article-details.html