প্রশ্ন
আমি শুনেছি, গোঁফ মুণ্ডানো বিদআত। আবার কেউ কেউ বলেন: বিদআত নয়। এ বিষয়ে সঠিক তথ্য জানতে চাই।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হাদিস শরিফে গোঁফ কাটার কথা বলা হয়েছে। মুণ্ডানোর কথা বলা হয়নি। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
عن أبي هريرة عن النبي صلى الله عليه و سلم قال:الفطرة خمس ( أو خمس من الفطرة ) الختان والاستحداد وتقليم الأظفار ونتف الإبط وقص الشارب
‘পাঁচটি জিনিস ফিতরাহ বা স্বভাবানুকূল। এক. খতনা করা। দুই. নাভির নিচের পশম মণ্ডানো। তিন. নখ কাটা। চার. বগলের পশম উপড়ানো। পাঁচ. গোঁফ খাট করা।’ [সহিহ মুসলিম, হাদিস: ২৫৭]
তাই গোঁফের ক্ষেত্রে নিয়ম হল তা কেটে খাট করা। একেবারে মুণ্ডিয়ে ফেলাকে অনেক ফকীহই বিদআত বলে আখ্যা দিয়েছেন।
তাছাড়া একেবারে মুণ্ডিয়ে ফেললে নারীদের সাথেও সামঞ্জস্য হয়ে যায়। এ কারণেও তা নিষিদ্ধ।
ফাতহুল মুলহিম ১/৪২০, আদদুররুল মুখতার ৬/৪০৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/5753/article-details.html