প্রশ্ন
আমি আমার স্ত্রীকে তালাক দিয়েছি। আমার ২ বছরের একটি ছেলে। এখন আমার আম্মা চাচ্ছে আমার সন্তানকে লালন পালন করতে। অপরদিকে আমার স্ত্রী আমার সন্তানকে লালন পালন করতে চাচ্ছে। প্রশ্ন হলো, সন্তান লালন পালনের হকদার কে হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
স্বামী স্ত্রীর মাঝে তালাক হয়ে গেলে মুসলিম আইন অনুযায়ী পিতা নাবালেগ সন্তানের আইনগত অভিভাবক হয়ে থাকেন। আর মা তত্ত্বাবধায়ক। অর্থাৎ নাবালেগ সন্তান মা লালন পালন করবেন। ছেলের ক্ষেত্রে ৭ বছর আর মেয়ের ক্ষেত্রে ৯ বছর পর্যন্ত মা সন্তানদের নিজের কাছে রাখতে পারবেন। এ সময় পিতা মায়ের সম্মতি ব্যতিত সন্তানদের মায়ের কাছ থেকে নিয়ে আসতে পারবেন না।
তবে মা যদি এমন কোনো পুরুষকে বিয়ে করে যে সেই সন্তানের মাহরাম নয়, তাহলে মা সন্তানের লালন পালনের ক্ষমতা হারাবেন। সে ক্ষেত্রে সন্তানের নানী, দাদী, আপন বা বৈপিত্রেয় বোন পর্যায়ক্রমে সেই সন্তানের লালন পালনের ভার বহন করতে পারবে।
কিতাবুল আছল ১০/৩৪৮; ফাতহুল কাদীর ৪/১৮৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/5717/article-details.html