প্রশ্ন
আমি এক ব্যক্তিকে বলতে শুনলাম, জান্নাতের হুরেরা নাকি গান গাইবে। সে গান শুনে জান্নাতিদের ৫০ হাজার বছর কেটে যাবে। প্রশ্ন হলো, ঐ ব্যক্তির কথা কি সঠিক? এ ব্যাপারে কি কোনো হাদিস আছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জান্নাতের হুরেরা জান্নাতিদের জন্য গান গাইবে। এ ব্যাপারে হাদিস বিদ্যমান রয়েছে। নিম্নে তা উল্লেখ করা হলো।
হাদিস শরিফে এসেছে,
عَنْ عَلِيٍّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ فِي الجَنَّةِ لَمُجْتَمَعًا لِلْحُورِ العِينِ يُرَفِّعْنَ بِأَصْوَاتٍ لَمْ يَسْمَعِ الخَلَائِقُ مِثْلَهَا، قَالَ: يَقُلْنَ: نَحْنُ الخَالِدَاتُ فَلَا نَبِيدُ، وَنَحْنُ النَّاعِمَاتُ فَلَا نَبْأَسُ، وَنَحْنُ الرَّاضِيَاتُ فَلَا نَسْخَطُ، طُوبَى لِمَنْ كَانَ لَنَا وَكُنَّا لَهُ
‘আলী (রা.) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল (সা.) বলেছেন, জান্নাতে আয়াতলোচনা হুরদের সমবেত হওয়ার একটি জায়গা রয়েছে। তারা সেখানে এমন সুরেলা আওয়াজে গান গাইবে, যে আওয়াজ কোন মাখলুক ইতিপূর্বে কখনো শুনেনি। তারা এই বলে গান গাইবে: আমরা তো চিরঞ্জীবী, আমাদের ধ্বংস নেই। আমরা তো আনন্দ-উল্লাসের জন্যই, দুঃখ-কষ্ট নেই আমাদের। আমরা চির সন্তুষ্ট, আমরা কখনো অসন্তুষ্ট হব না। তাদের কতই না সৌভাগ্য যাদের জন্য আমরা এবং আমাদের জন্য যারা।’ [সুনানে তিরমিযী, হাদিস: ২৫৬৪]
তবে ৫০ হাজার বছর কেটে যাওয়া সম্পর্কিত কোনো হাদিস খুঁজে পাওয়া যায়নি। সুতরাং ঐ ব্যক্তির বক্তব্যের এই অংশটি সঠিক নয়।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/5713/article-details.html