প্রশ্ন
কেউ যদি গোবর দিয়ে ঘর লেপে তাহলে কি ঘর নাপাক হয়ে যাবে? সেই ঘরে কি নামাজ পড়া যাবে না?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
গোবর নাপাক। রাসূল (সা.) হাদিসে গোবরকে নাপাক বলেছেন।
হাদিস শরিফে এসেছে,
عَبْدُ الرَّحْمَنِ بْنُ الأَسْوَدِ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ يَقُولُ:أَتَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الغَائِطَ فَأَمَرَنِي أَنْ آتِيَهُ بِثَلاَثَةِ أَحْجَارٍ، فَوَجَدْتُ حَجَرَيْنِ، وَالتَمَسْتُ الثَّالِثَ فَلَمْ أَجِدْهُ، فَأَخَذْتُ رَوْثَةً فَأَتَيْتُهُ بِهَا، فَأَخَذَ الحَجَرَيْنِ وَأَلْقَى الرَّوْثَةَ وَقَالَ:هَذَا رِكْسٌ
‘আবদুল্লাহ (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল (সা.) একদা শৌচ কাজে যাবার সময় তিনটি পাথর কুড়িয়ে দিতে আমাকে নির্দেশ করলেন। তখন আমি দু’টি পাথর পেলাম এবং আরেকটি খুঁজলাম কিন্তু পেলাম না। তাই একখণ্ড শুকনো গোবর নিয়ে তাঁর নিকট গেলাম। তিনি পাথর দু’টি নিলেন এবং গোবর খন্ড ফেলে দিয়ে বললেন, এটা নাপাক।’ [সহিহ বুখারি, হাদিস: ১৫৬]
তাই একজন মুসলমানের জন্য গোবর দিয়ে ঘর লেপা কোনোক্রমেই উচিৎ নয়। তবে কখনো যদি এমন ঘরে নামাজ পড়ার প্রয়োজন দেখা দেয়, তাহলে গোবর সম্পূর্ণরূপে শুকিয়ে গিয়ে থাকলে তার উপর কোনো কিছু বিছিয়ে নামাজ পড়া যাবে।
আদ্দুররুল মুখতার ১/৩২০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/5711/article-details.html